ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ফুটওভার ব্রিজ না থাকায় বাড়ছে দুর্ঘটনা

ফুটওভার ব্রিজ না থাকায় বাড়ছে দুর্ঘটনা

ময়মনসিংহের ভালুকায় কিছু গুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। এতে প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা। অনেক পথচারী মারা গেছেন, আবার অনেকেই হয়েছেন পঙ্গু। এদের মধ্যে অধিকাংশই শিশু ও নারী। অন্যদিকে চালকরা দাবি করছেন দলবেঁধে মানুষ রাস্তা পার হওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সরেজমিন দেখা যায়, অসংখ্য মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন। এ সময় কয়েকজনের সঙ্গে কথা হয় তারা বলেন, ফুট ওভারব্রিজ থাকলে আমরা এমন করে রাস্তা পারাপার হতাম না। পৌর এলাকার বাসিন্দা আসাদুজ্জামান চৌধুরী মাসুদ বলেন, মহাসড়কের ভালুকার থানার মোড়, সরকারি ডিগ্রি কলেজের সামনে, ভরাডোবা বাসস্ট্যান্ড, সিডস্টোর বাজার, স্কয়ার মাস্টার বাড়ি, হাজির বাজার, এই পয়েন্টগুলোতে ফুট ওভারব্রিজ অনেক গুরুত্বপূর্ণ। আমি আশা করি কর্তৃপক্ষ বিষয়টির প্রতি জনস্বার্থে বিশেষ নজর দেবেন। ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় এলাকার বাসিন্দা হুজ্জাতুল ইসলাম তৌহিদ বাবু বলেন, আমার বাচ্চাদের নিয়ে রাস্তা পারাপার হওয়াটা ভয় লাগে, কিন্তু আমার বাচ্চাদের স্কুলে নিয়ে আসা ও নিয়ে যাওয়ার জন্য পাইলট স্কুল রোডের মহাসড়কের রাস্তা পারাপার হতে হয়। তাছাড়া ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় স্কুলের হাজার হাজার শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যেন ফুটওভার এই মহাসড়ক রোডে একটি ফুট ওভারব্রিজ দেয়। ভরাডোবা বাসস্ট্যান্ডের বাসিন্দা আশরাফুল ইসলাম হাবিবী বলেন, অনেক কষ্ট করে রাস্তা পারাপার হতে হয়। মনে আতংক ও ভয় কাজ করে। আজ যদি ফুটওভার ব্রিজ থাকতো তাহলে চিন্তা থাকতো না। আমাদের দাবি ভরাডোবা স্টেশনে যেন অতি দ্রুত একটা ফুট ওভারব্রিজ তৈরি করে দেয়া হয়। মাস্টারবাড়ি এলাকার বাসিন্দা শিশির আহমেদ বলেন হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টার বাড়ি এলাকার মতো গুরুত্বপূর্ণ জায়গায় অতি দ্রুত নতুন ফুটওভার ব্রিজ নির্মাণ করা জরুরি। কেননা, এখানে দিনে হাজার হাজার মানুষ এই রাস্তা পার হন। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসান বলেন, ফুটওভার ব্রিজ গুরুত্বপূর্ণ। ভালুকায় জনসংখ্যা বেশি, ফুটওভার ব্রিজের বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত