নড়াইলে ঘরে ঢুকে শিক্ষিকাকে হত্যা, চুয়াডাঙায় গৃহবধূ খুন

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নড়াইল ও চুয়াডাঙ্গা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চর দৌলতপুর গ্রামে সবিতা রানী বালা (৫৫) নামে এক স্কুল শিক্ষিকাকে সিঁধকেটে ঘরে ঢুকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সবিতা রানী বালা ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের পরিতোষ কুমার মন্ডলের স্ত্রী। তিনি নিঃসন্তান ছিলেন। তিনি ৮৫ নং চর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রী মাঝেমধ্যে আলাদা ঘরে বসবাস করতেন ছিলেন। গত বৃহস্পতিবার রাতে স্ত্রী সবিতা মাটির তৈরি ঘরে ছিলেন। রাত ৪টায় স্বামী পূজা করতে উঠে ঘরের বাইরে থেকে দরজা বন্ধ দেখতে পেয়ে ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় স্ত্রী সবিতা রানীকে পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এসে ঘরের পূর্বপাশে মাটির দেয়াল কেটে (সিঁধকেটে) ঘরে ঢোকার আলামত দেখতে পান। জানা গেছে, তার কাছে থাকা স্বর্ণের চেইন, হাতের বালা, কানের দুল, একটি আংটি ও ল্যাপটপ নিয়ে যায় দুর্বৃত্তরা। লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করতে এসে দুর্বৃত্তরা তাকে হত্যা করে বিভিন্ন মালামাল নিয়ে গেছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রেল লাইনের উপর থেকে শিলা খাতুন (২৩) নামের এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করছে পুলিশ। গতকাল সোমবার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ রেলস্টেশনের অদূরে রেললাইন থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিলা খাতুন আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের হামিদুল ইসলামের মেয়ে। তিনি একই এলাকার রাসেল আলীর স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, রেললাইনের ওপর এক নারীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে ধারাল অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কুপিয়ে হত্যার পর লাশ রেললাইনে ফেলে রাখা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামানসহ জিআরপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।