রংপুরের পীরগঞ্জ আমন ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব ব্যাপক বেড়ে গেছে। প্রতি নিয়ত কর্তন করছে জমির ধানগাছ। বিভিন্ন স্থানের কৃষকরা ফাঁদ পেতে ইঁদুর নিধনের চেষ্টা অব্যাহত রাখলেও তেমন সুফল পাচ্ছেন না। পীরগঞ্জ উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে পীরগঞ্জে ২৫ হাজার ৬০০ হেক্টর জমিতে ১ লাখ ১৭ হাজার টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৭০ শতাংশ জমির ধান গাছে ধানের শীষ আসতে শুরু করেছে। আর এ সময়ে ধানক্ষেত ইঁদুরের উপদ্রবও ব্যাপক বেড়ে গেছে। প্রায় জমির ধানগাছের গোড়া কর্তন করছে ইঁদুর। উপজেলার গুর্জিপাড়া গ্রামের কৃষক সেরাজুল এর মতে, বহু আশা করে ৩০ শতাংশ জমিতে আমন ধান চাষ করেছেন এরই মধ্যে ইঁদুর উক্ত জমির ১০ শতাংশ ধান গাছের গোড়া কেটে ফেলছে।
চাপাবাড়ী গ্রামের কৃষক আসলামের মতে তার জমিরও প্রায় ১২ শতাংশ জমির ধান ইঁদুর কর্তন করেছে। কীটনাশক প্রয়োগ কিংবা কিংবা বিভিন্ন মাধ্যম প্রয়োগ করেও ইঁদুর তাড়ানো যাচ্ছে না। রাতের আঁধারে ইঁদুর ধানগাছ কর্তন করছে, এগুলো গরুকে থাওয়াতে হচ্ছে ।
জামালপুর গ্রামের আশরাফুল ইসলাম বলেন, আমি ধান রোপণ করেছি। ইঁদুর গাছের কাচ থোড় কেটে ফেলছে। আমি ইদুর মারার জন্য বাঁশের তৈরি ফাঁদ বানিয়ে সেখানে খাদ্য দিয়ে জমিতে ফেলিয়ে রাখি। সেই ফাঁদে অনেক ইঁদুর মারা যায়, তার পরেও ইঁদুর কমছে না।
পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার বলেন, প্রতিটি ইউনিয়নে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা প্রতিনিয়ত কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং কৃষকদের ইঁদুর নিধনের পদ্ধতি দেখিয়ে দিচ্ছেন। যান্ত্রিক পদ্ধতির মাধ্যমেও অনেক ইঁদুর নিধন করা হচ্ছে।