ঢাকা ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

গাজীপুর জেলা প্রশাসকের মতবিনিময়

গাজীপুর জেলা প্রশাসকের মতবিনিময়

গাজীপুরে নবাগত জেলা প্রশাসক নাফিসা আরেফীন কালীগঞ্জ উপজেলা পর্যায়ে কর্মরত সব সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাফিসা আরেফীন গত ১১ সেপ্টেম্বর গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু’র সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি’র সঞ্চালনায় মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, দেশব্যাপী বৈষম্যের কারণেই গত আগস্টে বৈষ্যম্যবিরোধী আন্দোলন সংঘটিত হয়। আন্দোলনের পরেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মাদক, চাঁদাবাজি, যানজট, অপরিকল্পিত ভবন নির্মাণ, ভূমি জবরদখল বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এসব সমস্যা থেকে উত্তোরণের জন্য সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত