ঢাকা ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

এইচপিভি টিকা নিয়ে কর্মশালা

এইচপিভি টিকা নিয়ে কর্মশালা

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের এ বছরও এক ডোজ হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেয়া শুরু হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে কক্সবাজারেন ১ লাখ ৬৮ হাজার ৪১ জন কিশোরী বিনা মূল্যে এ টিকা দেয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) পরিচালিত এ কার্যক্রম চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। গতকাল মঙ্গলবার কক্সবাজার ইপিআই কার্যালয়ে অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধকল্পে কক্সবাজার জেলার সব উপজেলায় ২৪ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী ১ ডোজের এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। ওই ক্যাম্পেইনের আওতায় ১ম দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫মণ্ড৯ম শ্রেণি বা সমশ্রেণির ছাত্রীদের এবং পরবর্তী দুই সপ্তাহে স্থায়ী এবং অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী কিশোরীদের ১ ডোজ এইচপিভি টিকা প্রদান করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত