ঢাকা ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে সোনারগাঁসহ নারায়ণগঞ্জের বিভিন্ন কাঁচা বাজারের অভিযান চালিয়ে নয় দোকানকে ৫৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের নারায়ণগঞ্জ শাখার ‘বিশেষ টাস্কফোর্স’।

গতকাল মঙ্গলবার সোনারগাঁ কাঁচপুর অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ নেতৃত্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে সোনারগাঁ, বন্দর, নারায়ণগঞ্জ সদর, কাঁচপুর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স নারায়ণগঞ্জ জেলা কর্তৃক অভিযানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে উপস্থিত ছিলেন বিশেষ টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ সহকারী পরিচালক মো সেলিমুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি ডা. মিতা চক্রবর্তী, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা প্রতিনিধি ছালাউদ্দিন ভূঁইয়া এবং জেলা পুলিশ লাইনের একটি টিম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত