মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার সাঁথিয়ায় গৃহবধূকে স্বামী ও তার পরিবারের সদস্য দ্বারা নির্যাতন করায় আদালতে মামলা করেছেন এক নারী। মামলার পর থেকে তাকে মামলা তুলে নিতে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছেন আসামিরা। গতকাল মঙ্গলবার সাঁথিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী আইরিন খাতুন(৩৮)। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলোঙ্গীপাড়া গ্রামের মৃত আব্দুল হকের মেয়ে। লিখিত বক্তব্যে ওই নারী বলেন, ২০১৫ সালে পানার সাঁথিয়া উপজেলার রসুলপুর গ্রামের মৃত উসমান গণির ছেলে শহিদুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। যৌতুক হিসেবে তার পরিবার আসবাবপত্র ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল শহিদুলকে প্রদান করে। স্বামীর চাকরির সুবাদে তিনি টাঙ্গাইলে বসবাস করেন। বিয়ের পর তাদের সন্তান না হওয়ায় ভারতে গিয়ে প্রায় ২৫লাখ টাকা চিকিৎসা বাবদ খরচ করেন যা ওই নারীর পরিবার বহন করেন। এরপর তার স্বামী ও শাশুড়িসহ পরিবারের লোকজন তাকে নির্যাতন করেন। তিনি একটি চাকরি করতেন, চাকরি ছেড়ে দিতেও তাকে বাধ্য করেন তার স্বামী। এক পর্যায়ে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি আইরিন খাতুন জানার পর তার ওপর নেমে আসে অমানষিক নির্যাতন। এ ঘটনায় তিনি স্বামী শহদিুল ইসলাম, তার বড় ভাই কামাল হোসেন, শাশুড়ি মমতাজ বেগম, ননদ আফরোজা পারভীন মুক্তিসহ ছয়জনকে আসামি করে এ বছর ৮ এপ্রিল টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করেন।