ঢাকা ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

আন্ডারপাসের দাবিতে মহাসড়ক অবরোধ

আন্ডারপাসের দাবিতে মহাসড়ক অবরোধ

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লায় আন্ডারপাসের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী ও ১৪টি শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধুসেতু-টাঙ্গাইল মহাসড়কের সল্লা বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়। পরে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন আশ্বাস দিলে দেড় ঘণ্টা পরে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। তারা জানান, মহাসড়কের দু’পাশে অন্তত ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়াও ইউনিয়ন পরিষদ ও বাজার রয়েছে। ১৯৯৮ সাল থেকে এ পর্যন্ত বঙ্গবন্ধুসেতু -ঢাকা মহাসড়কের সল্লা এলাকায় অর্ধশতাধিক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত