ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে কর্মশালা

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে কর্মশালা

ঠাকুরগাঁওয়ে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান বিষয়ক সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ এই স্লোগানে জেলা সিভিল সার্জন কার্যালয় ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে বক্তব্য দেন, সিভিল সার্জন কার্যালয়ের ম্যাডিকেল অফিসার ডা. ইফতেখায়রুল ইসলাম। তিনি বলেন, সরকারের উদ্যোগে প্রাথমিকভাবে ৫ম থেকে ৯ শ্রেণিতে অধ্যায়নরত ছাত্রী ও ১০-১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বাহির্ভুত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইন আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ৪ সপ্তাহ বা একমাসব্যাপী। এর জন্য অনলাইনে রেজিষ্ট্রেশন চালু হয়েছে। উল্লেখিত বয়সের যে কোনো কিশোরী জন্ম নিবন্ধন নিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে। তিনি আরো বলেন, ঠাকুরগাঁও জেলায় মোট ৭০ হাজার ২৫০ জন কিশোরীকে টিকা প্রদানের টার্গেট রয়েছে। এ সময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, জেলা স্যানেটারি ইন্সপেক্টর আশিষ কুমার সাহাসহ কর্মশালায় ক্যাম্পেইনের সঙ্গে জড়িত স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত