এইচপিভি টিকা নিয়ে সংবাদ সম্মেলন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নওগাঁ প্রতিনিধি
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী কিশোরীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের(এইচপিভি) টিকাদান কর্মসূচি উপলক্ষে নওগাঁয় সংবাদ সম্মেলনে করেছে সিভিল সার্জন। গতকাল বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় হলরুমে সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম সংবাদ সম্মেলন করেন। আজ বৃহস্পতিবার নওগাঁ সরকারি গার্লস স্কুলে টিকাদান শুরু হবে। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, এইচপিভি টিকাদান কার্যক্রম উপলক্ষে এরই মধ্যে জেলায় বিভিন্ন স্কুল এবং বিভিন্ন জনবসতি এলাকায় প্রচারাভিযান চালানো হয়। টিকা রেজিস্ট্রেশন জোরদার করার জন্য জেলার স্কাউট ও গার্লস গাইড সদস্যদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলার ১১ টি উপজেলার ১ লাখ ১৪ হাজার ৮০৪ জন কিশোরী বিনামূল্যে এই টিকা পাবে।