ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

৭১ হাজার কৃষক পাচ্ছেন সার-সরিষা বীজ

৭১ হাজার কৃষক পাচ্ছেন সার-সরিষা বীজ

সিরাজগঞ্জে বিনামূল্যে ৭১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ শুরু করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকার মৌসূমী ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্য এ কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের ৯টি উপজেলার বিভিন্ন স্থানে ৭১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ শুরু করা হয়েছে।

এরমধ্যে সিরাজগঞ্জ সদরে ৮ হাজার, কাজিপুরে ৫ হাজার ৪০০, রায়গঞ্জ ৯ হাজার ১০০, তাড়াশ ৮ হাজার ৬০০, উল্লাপাড়া ১৫ হাজার, শাহজাদপুর ১০ হাজার ২০০, বেলকুচি ৬ হাজার ৫০০, কামারখন্দ ৪ হাজার ২০০ ও চৌহালী উপজেলার ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষি রয়েছেন। এরই মধ্যে প্রায় ৪০ হাজার কৃষকের মাঝে ১ কেজি সরিষা (বীজ), ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে এবং এ বিতরণ অব্যাহত রয়েছে।

গত রোববার থেকে এসব উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্য সার বীজ শুরু হয়েছে। সিরাজগঞ্জের সবকয়টি উপজেলায় এ বিতরণ কার্যক্রম চলছে।

সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন এ বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন এবং গত মঙ্গলবার রায়গঞ্জ উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কর্মসূচি শুরু করে।

কৃষি কর্মকর্তা আব্দুর রউফের সভাপতিত্বে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি’র সভাপতি শামছুল ইসলাম, জামায়াতে ইসলামীর আমির আবুল কামাল বিশ্বাস, সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন, উপজেলা ছাত্র সমন্বয়ক শেখ রিয়াদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগের উপ-পরিচালক একেএম মফিদুল ইসলাম বলেন, ২০২৪-২৫ অর্থ বছরে সরকার কৃষি প্রণোদনা কর্মসূচি নিয়েছে। এ কর্মসূচি আওতায় মৌসুমী ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষার বীজ, ডিএপি ও এমওপি সার বিতরণ করা হচ্ছে এবং আগামী সপ্তাহের মধ্যে এ বিতরণ কর্মসূচি শেষ হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত