তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
১১ ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে ৮টি তেলের ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। গত মঙ্গলবার রাত একটার দিকে আনসারবাড়িয়া রেলওয়ে স্টেশনের অদূরে এ লাইনচ্যুতর ঘটনা ঘটে। এতে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী রিলিফ ট্রেন। গতকাল বুধবার সকাল ৭টা থেকে উদ্ধার কাজ শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনার পরপরই সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ ঘটনায় পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত রিপার্ট জমা প্রদান করবে। এদিকে, এ ঘটনার কারণে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন চুয়াডাঙ্গা স্টেশনে আটকা পড়ে। অপরদিকে যশোর এবং ঝিনাইদহের বিভিন্ন স্টেশনে আটকা পড়ে সীমান্ত ও নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেন। এতে কয়েকশত যাত্রী ভোগান্তিতে পড়ে। চুয়াডাঙ্গা রেলওয়ের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, একটি তেলবাহী ট্রেন খুলনা অভিমুখে যাচ্ছিল। আনসারবাড়িয়া রেলওয়ে স্টেশনের ডাউন সিগনাল পয়েন্টের কাছে লাইনচ্যুত হয়। খুলনা এবং ইশ্বরদী থেকে দুটি উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে। দীর্ঘ ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এ ঘটনা তদন্তে ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।