শিক্ষার্থীদের প্রতিবন্ধী প্রজন্ম বলায় অধ্যক্ষের বিরুদ্ধে মামলার নির্দেশ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  লালমনিরহাট প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রতিবন্ধী প্রজন্ম বলে আখ্যায়িত করায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকারের বিরুদ্ধে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় থেকে মামলা করার নির্দেশ প্রদান করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রতিবন্ধি প্রজন্ম উল্লেখ করে ফেসবুকে পোস্ট করায় উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকারকে বরখাস্থ ও উপযুক্ত বিচারের দাবিতে গত রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অনশন করেন ওই কলেজের ইংরেজি প্রভাষক তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না। পরে লালমনিরহাট জেলা প্রশাসক রকিব হায়দার ৪ দিনের সময় নিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে তাবাসসুম তামান্না অনশন তুলে নেন। গতকাল বুধবার লালমনিরহাট জেলা প্রশাসক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বাদী হয়ে আব্দুর রউফ সরকারের বিরুদ্ধে একটি মামলা করার নির্দেশ দিয়ে চিঠি দেন। প্রভাষক তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রতিবন্ধী প্রজন্ম বলেছেন এবং কলেজের নানা অনিয়ম করে আসছেন। অধ্যক্ষ আব্দুর রউফ সরকাে সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় দিলে কলটি কেটে দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোবাশ্বির হোসেন বলেন, কাকিনা উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকারের বিরুদ্ধে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় থেকে মামলা দায়ের করার নির্দেশ প্রদান করার কাগজ পাঠিয়েছে। আমি অসুস্থ থাকার কারণে জেলা শিক্ষা অফিসারকে অনুরোধ করেছি তিনি বাদী হয়ে মামলা করবেন।