কালীগঞ্জে কৃষকদের প্রশিক্ষণ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

জলবায়ু সহিষ্ণু এবং কার্যকরী কৃষি কৌশল নির্ভরশীল পানি সাশ্রয়ী প্রকল্পের আওতায় কৃষকদের দুই দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনের ট্রেনিং সেন্টারে এ দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়।

কালীগঞ্জের জামাল ইউনিয়নের ২৫ জন কৃষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম।

ইরি ধান ভেজা শুকনা (অডউ) পদ্ধতিতে কৃষকরা কীভাবে চাষাবাদ করবেন সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হাসান, জীবননগর কৃষি অফিসের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়ার রহমান, বিএডিসি (সেচ) এর উপ-পরিচালক নিজাম উদ্দীন প্রমুখ।