রাজবাড়ীতে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশনের জেলা শাখার আয়োজনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন মানববন্ধন ও (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক সিদ্ধান্ত ভৌমিকের কাছে স্মারকলিপি প্রদান করেছে।
গতকাল বৃহস্পতিবার রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন শুরু করে। এ সময় বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি শাহ্ মুজতবা রশীদ আল কামালের সভাপতিত্বে আন্যানের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক কাওসার হামিদ, আবুল হোসেন বিশ্ব বিদ্যালয়ের
প্রভাষক আলমগীর হোসেন, প্রভাষক শাহজাহান খান প্রমুখ বক্তব্য রাখেন। প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিকের কাছে স্মারকলিপ প্রদান করেন। মানববন্ধনে বলা হয়- ১৯৯২ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
রাজনৈতিক রোশানলে পড়ে বিগত ৩২ বছর ধরে আমাদের ৪ ৯৫টি বেসরকারি এমপিওভুক্ত কলেজে প্রায় ৩৫০০জন নন এমপিও অনার্স-মাস্টার্স শিক্ষকদের বেতন ভাতা না দিয়ে এমপিওবিহীন করে চরম বৈষম্য সৃষ্টি করে রাখা হয়েছে।