ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সাবেক আইজিপি ও র‌্যাব ডিজির বিরুদ্ধে মানব পাচার মামলা

সাবেক আইজিপি ও র‌্যাব ডিজির বিরুদ্ধে মানব পাচার মামলা

মানব পাচারের অভিযোগে সাবেক আইজিপি একেএম শহীদুল ইসলাম ও র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন মসজিদের ইমাম। ১৮ জনের মধ্যে ১৩ জনই পুলিশ ও র‌্যাবের সদস্য। গত বুধবার দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে পার্বতীপুর উপজেলার শেরপুর তেলিপাড়ার মৃত ফরিদউদ্দীনের ছেলে ও জাহানাবাদ মন্ডলপাড়া জামে মসজিদের ইমাম অতিউল্লাহ সরকার। বিচারক মোহাম্মদ হুমায়ুন কবির মামলাটি আমলে নিয়ে আগামী সাতদিনের মধ্যে এজাহার হিসেবে গণ্য করার আদেশ দেন। এজাহারে বাদী অতিউল্লাহ অভিযোগ করেন- ২০১৭ সালের ২৩ জুন রমজান মাসে রাত সাড়ে ৯টায় মন্ডলপাড়া মসজিদে এসা ও তারাবির নামাজ আদায় করার সময় ১৫/১৬ জন সাধারণ পোশাকে মসজিদে এসে তাকে অপহরণ করে হাতে হ্যান্ডকাফ ও কালো কাপড় দিয়ে মাথা ঢেকে গাড়িতে চড়িয়ে নিয়ে যায়। ৬ ঘণ্টা গাড়ি চালনার পর আয়নাঘর নামীয় ঘরে আটকিয়ে শারীরিক নির্যাতন করে। ২০১৮ সালের ৩১ জানুয়ারি রাজশাহীর রাজপাড়া থানায় পুলিশের কাছে সোপর্দ করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত