ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

টুকরো খবর

নিখোঁজ আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

নিখোঁজ আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

মিরসরাইয়ে নিখোঁজের তিনি পর আবু তাহের ভূঁইয়া (৫২) নামের এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের জামালের দোকান এলাকায় বাড়ি থেকে ২০০ গজ দূরে একটি পাটিবেত খেত থেকে নিহতের লাশ উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ। গত বৃহস্পতিবার আগস্ট বিকালে বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশে বের হয়ে তিনি আর ঘরে ফিরেননি। পরবর্তীতে আবু তাহের ভূঁইয়ার স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে ২৩ অক্টোবর মিরসরাই থানায় সাধারণ ডায়েরি করেন। নিহত আবু তাহের ভূঁইয়া ওই এলাকার দৌলত ভূঁইয়া বাড়ির মৃত মজিবুল হকের ছেলে। তিনি ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। নিহত আবু তাহের ভূঁইয়ার ভাতিজা মেহেদী হাচান জানান, ৫ আগস্টের পর থেকে পাশের এলাকার এক ব্যক্তি চাচাকে ধমক দিয়ে আসছিল। গত তিনদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। আমার চাচাকে পরিকল্পিতভাবে গুম করে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার বিচার চাই। মিরসরাই থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আজিজুল হাকিম জানান, লাশ উদ্ধার করা ময়নাদতন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার ভাই রিদোয়ান বাদী হয়ে এজাহার দিয়েছেন। সুরতহালে লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত