ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

জামালপুরে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু

জামালপুরে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে মৌমাছির কামড়ে সিরাজুল ইসলাম বেপারী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে দুপুরে উপজেলার গুনারীতলা ইউনিয়নের সিংদহ গ্রামে মৌমাছির আক্রমণে শিকার হন তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহতের চাচাতো ভাই সবুজ মিয়া। নিহত সিরাজুল ইসলাম বেপারী উপজেলার গুনারীতলা ইউনিয়নের সিংদহ এলাকার মৃত রসুল বেপারীর ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম বাড়ির পাশে হাটাহাটির সময় একঝাক মৌমাছির আক্রমণে শিকার হন।

এ সময় মৌমাছির অনাবরত কামড়ে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের চাচাতো ভাই সবুজ মিয়া বলেন, সিরাজুল ইসলাম বাড়ির পাশে রাস্তায় হাটাহাটির সময় একঝাঁক মৌমাছি কামড়ে আহত করেন। আহত অবস্থায় ময়মনসিংহ নেয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত