হবিগঞ্জ জেলার হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়ক। এ সড়কের দুই পাশে জন্মেছে ঘন ঝোপঝাড়। কোথাও কোথাও সড়কের উভয় পাশে বেড়ে ওঠা গাছপালা আর লতাগুল্ম সড়কের ওপর এসে গড়িয়েছে। যার কারণে সড়ক কিছুটা সংকুচিত হয়ে এসেছে। সব মিলিয়ে পথচারী ও যানবাহনের চলাচলে ব্যাঘাত ঘটছে। দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় হাজারের অধিক শিক্ষার্থী দৈনিক আসা-যাওয়া করে সড়কটি দিয়ে। গাড়ি আসলে পাশে দাঁড়ানোর জায়গা থাকে না একদমই। প্রায়ই আশঙ্কা তৈরি হয় দুর্ঘটনার। এ অবস্থায় সড়কটির দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করে সাধারণের চলাচলে স্বাচ্ছন্দ্য আনতে ও দুর্ঘটনার আশঙ্কা কমাতে উদ্যোগ নেন শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব লেঞ্জাপাড়া এলাকার তরুণরা। এ খবর জেনে, ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে উৎসাহ প্রদান করেন পৌরসভার সাবেক কাউন্সিলর ফাহিন হোসেন। তার উৎসাহে ঝোপঝাড় পরিষ্কারে তরুণদের মাঝে গতি আসে।
গতকাল শুক্রবার স্বেচ্ছাশ্রমে সড়কের দুই পাশের প্রায় আধাকিলোমিটার এলাকার ঝোপঝাড় পরিষ্কার করেন তরুণরা। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, পর্যায়ক্রমে তারা এ সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে ঝোপঝাড় বেড়ে ওঠেছে। লতানো গাছগুলো ডালপালা মেলেছে, যা সড়কের ওপর এসে পড়েছে। এতে সড়কটি কিছুটা সংকুচিত হয়ে পড়ে। ঝোপ আর গাছের বাড়তি শাখা-প্রশাখার কারণে এ সড়কে চলাচলকারী পথচারী ও যানবাহন চালকদের নানা সমস্যায় পড়তে হয়। বিষয়টি আমলে নিয়ে ওই তরুণরা স্বেচ্ছাশ্রমে সড়কের দুই পাশ পরিষ্কার করেন। এতে সড়কের চিত্র পুরোটাই পাল্টে গেছে। শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ফাহিন হোসেন জানান, এলাকার তরুণরা যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। তারা সড়কের দুইপাশ পরিষ্কার করে প্রশংসনীয় কাজ করেছে। আমি পাশে আছি।