কালীগঞ্জে পচা মাংস বিক্রির অভিযোগ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হুমায়ুন কবির, কালীগঞ্জ, ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে এক মাংস বিক্রেতার বিরুদ্ধে পচা গরুর মাংস বিক্রি অভিযোগ উঠেছে। পৌর শহরের নলডাঙ্গা গোহাটা রোডের তেমাথায় অবস্থিত ‘আল্লাহর দান গোশত ঘর’ নামক দোকানে গতকাল শুক্রবার সকাল ১০ টায় পচা গরুর মাংস বিক্রির এ ঘটনা ঘটে। সকালে আল্লাহর দান গোশত ঘরে মাংস কিনতে এসে ক্রেতারা প্রথমে বিষয়টি ধরতে পারেন। সে সময়ই তারা পৌর কর্তৃপক্ষকে খবর দিলে তাৎক্ষণিকভাবে পৌরসভার একটি দল এসে ঘটনার সত্যতা পায়। কালীগঞ্জ পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর আলমগীর কবির তখন শামীম হোসেনের মাংস বিক্রির দোকান থেকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৫৫ ধারা অনুযায়ী ১৫ কেজি পচা গরুর মাংস জব্দ করেন এবং জনসম্মুখে ওই পচা মাংসে কেরোসিন ঢেলে খাবার অনুপযোগী করেন। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক আব্দুস সামাদ, কালিগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক আল- আমিনসহ স্থানীয় অনেকে। সোহেল আহমেদ নামে একজন মাংস ক্রেতা জানান, আমি প্রায়ই শামীম ভাইয়ের দোকান থেকে মাংস কিনি। কিন্তু উনি যে এভাবে পচা মাংস বিক্রি করেন তা তো জানতাম না। আমার তো মনে হয় মাংস বিক্রির যে নিয়ম নীতি রয়েছে তা এখেনে থাকা মাংস বিক্রেতা আশরাফ ও শাজাহানসহ কোনো মাংস বিক্রেতাই মানেন না।