ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সেমিনার

প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সেমিনার

কক্সবাজারে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে সমাবেশ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার প্রোভা সোসাইটির উদ্যোগে কক্সবাজার সদর উপজেলা পরিষদের এডভোকেট শাহাবুদ্দিন মিলনায়তনে এই সমাবেশ ও সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস নিলুফা ইয়াসমিন চৌধুরী। তিনি সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের পূর্ণ অন্তর্ভুক্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিশেষ অতিথি ছিলেন- কক্সবাজার সদর উপজেলার সহকারী সমাজকল্যাণ কর্মকর্তা হাসিনা আক্তার, হেক্স ইপার বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার রাকিবুল আরিফিন, এইচএফআরএফের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান কাজল, সামাজিক সংগঠক নজিম উদ্দিন, ৩নং ওয়ার্ডের সমাজনেতা গাজী আবুল কালাম, লুলু বড়ুয়া, নুরুল কবির, ব্যবসায়ী কাজল আহমেদ, শাপলা কঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিলপি রানী, সিটি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো. শাহাবুদ্দিন ও জেএফসি’র সমন্বয়কারী মো. জালাল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত