ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

গৃহবধূকে হত্যার অভিযোগে আটক চার

গৃহবধূকে হত্যার অভিযোগে আটক চার

যশোরের বেনাপোল দীঘিরপাড় গ্রামে কহিনূর খাতুন নামে এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী হৃদয় হোসেন, তার পিতা মাতা ও বোনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত কহিনুর খাতুন উপজেলার লটাদিঘা গ্রামের মৃত দুলু মিয়ার মেয়ে এবং হৃদয় হোসেন বেনাপোল দিঘির পাড় মাঠপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এলাকাবাসী জানান, স্বামী-স্ত্রীর ও শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ বিবাদ চলে আসছিলো। গত শুক্রবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদ শুরু হলে এক পর্যায়ে শারিরীক নির্যাতন করে পরে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত