ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে বেড়েছে ৭ টাকা

সপ্তাহের ব্যবধানে আলুর দাম  কেজিতে বেড়েছে ৭ টাকা

মুন্সীগঞ্জে অর্থকরী ফসল হচ্ছে আলু। আর সেই আলুর দাম আবারো বাজারে বেড়ে ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এক সপ্তাহের ব্যবধানে এখানে আলুর দাম বেড়ে গেছে প্রতি কেজিতে ৭ টাকা। আগে আলু ৪৮ টাকা কেজিতে বিক্রি হলেও গতকাল শনিবার দিন থেকে এখানে আলু বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে। আলুর বাজার মনিটরিংয়ের দায়িত্ব যাদের তারা বিষয়টি তেমনটা ভালোভাবে না দেখাতে আলুর দাম বাজারে লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে। আর তাতে নিত্য আয়ের মানুষেরা আলুর দাম বেড়ে যাওয়াতে আলু কিনতে গিয়ে হিমসিম খাচ্ছে। মুন্সীগঞ্জে আলুর বাজার সিন্ডিকেটের দখলে থাকাতে এখান বাজার আলুর দাম এমনটা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

আগেও যেমন আলুর বাজারের সিন্ডিকেট সরকার ভাঙ্গতে পারেনি তেমনটা ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পরেও বর্তমান সরকার সেই আলুর সিন্ডিকেট কোনোভাবে ভাঙ্গতে পারছে না। আলু সিন্ডিকেট ব্যবসায়িরা আলুর দাম বাড়িয়ে বাজার থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়ে যাচ্ছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ক্রেতা রায়হান বলেন, মুন্সীগঞ্জের শহরের প্রধান সড়কে ভোরের তরকারি বাজারে পাইকারিতে আলুর দাম প্রকারভেদে দুই সপ্তাহের ব্যবধানে পাগলা ঘোড়ার মতো দাম বেড়ে গেছে। তার ফলে ক্রেতারা তেমন একটা আলু কিনে এখন সুবিধা করতে পারছে না।

আলুর দামে বাজার মনিটরিং জোরদার না থাকাতে এমনটা হচ্ছে বলে ক্রেতাদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। শহরের সুপার মার্কেট এলাকার সবজি বিক্রেতা আলমগীর দেওয়ান বলেন মাঝখানে হঠাৎ সবধরনের সবজি¦র দাম বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আলু ব্যবসায়ীরা আলুর দাম বাড়িয়ে দিয়েছে আলুর বাজার বর্তমানে সিন্ডিকেটের দখলে রয়েছে। শহরের ভোরের তরকারি বাজারে সব ধরনের সবজির দাম কিছুটা কমে আসছে তেমনটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আলুর দাম কমছে না। শহরবাসী এ থেকে পরিত্রাণের আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

গত দুই সপ্তাহ আগে সাদা গোল আলু ৫ কেজি ২৪০ টাকায় বিক্রি করতে দেখা যায়। কিন্তু এরপরের সপ্তাহে সেই আলু এখন ২৮০ টাকা বিক্রি করতে দেখা যাচ্ছে। মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলার কোল্ড স্টোরেজ গুলোতে পর্যাপ্ত পরিমাণ আলু সংরক্ষণ রয়েছে। তবে সাধারণ বাজারে আলুর দাম কোনোভাবেই কমছে না। হিমাগার কেন্দ্রিক আলুর ব্যবসার সঙ্গে বড় বড় রাজনৈতক নেতারা জড়িত থাকাতে এখানকার আলুর ব্যবসা সিন্ডিকেটের দখলে চলে গেছে।

এখানকার আলুর এ ব্যবসায় রাজনৈতিক নেতারা সিন্ডিকেটদের প্রাধান্য দিয়ে থাকেন বলে তাদের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিল্পব কুমার মোহন্ত জেলায় এ বছর ৩৪ হাজার ৩৪৬ হেক্টর জমিতে ১০ লাখ ৫৬ হাজার ৪৬৩ টন আলু উৎপাদন হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত