ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক চাপায় রাকিব হোসেন (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

গতকাল রোববার সকালে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মিলন হোসেনের ছেলে।

তিনি দামুড়হুদা আব্দুল ওয়াদুুদ শাহ্ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, বন্ধুর সঙ্গে মোটরসাইকেলযোগে কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিল রাকিব। এ সময় দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন রাকিব।

ঘটনার সময় ট্রাকের চালক ও সহযোগিরা পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে ট্রাকটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত