ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ভাঙনরোধে ব্যবস্থা নেয়ার দাবি

ভাঙনরোধে ব্যবস্থা নেয়ার দাবি

নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকায় মাথায় কাপনের কাপড় পরে এবং প্রতীকি লাশ হয়ে মেঘনা নদীর ভাঙ্গন রোধে ব্লক বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল রোববার উপজেলার হরনী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটে সহস্রাধিক বিভিন্ন শ্রেণিপেশার লোকজন নদীর পাড়ে এই কর্মসূচি পালন করেন। এ সময় তারা প্রতিকি লাশ হয়ে নদীর পাড়ে শুয়ে পড়ে। মানববন্ধনে জানানো হয়, দীর্ঘদিন ধরে হাতিয়ায় মেঘনা নদীর ভাঙন অব্যাহত রয়েছে।

এতে প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছে হাজার হাজার পরিবার। তাই নদী ভাঙন রোধে দ্রুত ব্লক বাধ নির্মানের দাবি জানিয়ে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। এ সময় স্থানীয় বিএনপি নেতা সাহাব উদ্দিন কিরন, ব্যবসায়ী এমরান হোসেন, আকবর হোসেন, হারুনসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত