হাবিপ্রবি উপাচার্যের মতবিনিময়
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মতবিনিময় করেছেন। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স রুমে হাবিপ্রবির সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এম এনামুল্লাহ এর সাথে সাক্ষাৎ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় ১৯দফা দাবি সম্বলিত সারকলিপি হস্তান্তর করা হয়। ড. প্রফেসর এম এনামুল্লাহ সারকলিপি গ্রহণ করে বলেন যে, ডাইনিংসহ শিক্ষার্থীদের দাবি বাস্তবায়িত করতে তিনি কাজ করবেন।