সাবেক এমপি জাফরের সহযোগী গ্রেপ্তার

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীকে (৫৩) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামু উপজেলার ফুটবল চত্বর এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহেদুল ইসলাম চৌধুরী কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সাবেক সংসদ সদস্য জাফর আলমের অন্যতম সহযোগী বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব বলছে, পেকুয়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, দাঙ্গা সৃষ্টি, অগ্নি সংযোগসহ হত্যা চেষ্টা মামলার আসামি চেয়ারম্যান জাহেদুল ইসলাম। আজ শুক্রবার রাত সোয়া ১১টায় র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, একাধিক মামলার আসামি জাহেদুল ইসলাম গ্রেপ্তার এড়াতে রামু উপজেলায় আত্মগোপন করে আছে-এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি টিম রামুর ফুটবল চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।