ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নালিতাবাড়ীতে ১৪৪ ধারা

নালিতাবাড়ীতে ১৪৪ ধারা

অবৈধভাবে বালু উত্তোলনকারীরা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করায় শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার বেলা ১১টা থেক রাত ১২টা পর্যন্ত এ আদেশ বহাল থাকে। উপজেলা প্রশাসন জানায়, উপজেলা প্রশাসনের ১৪৪ ধারা জারির ব্যাপারে শনিবার রাত সাড়ে ১১টায় পৌরশহরে মাইকিং করা হয়। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এ ১৪৪ ধারা জারি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু তোলা বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা এবং ড্রেজার মেশিন ধ্বংস কররে আসছে প্রশাসন। এতে ক্ষিপ্ত হয়ে অবৈধ বালু ব্যবসায়ীরা রোববার শহরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত