নালিতাবাড়ীতে ১৪৪ ধারা

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শেরপুর প্রতিনিধি

অবৈধভাবে বালু উত্তোলনকারীরা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করায় শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার বেলা ১১টা থেক রাত ১২টা পর্যন্ত এ আদেশ বহাল থাকে। উপজেলা প্রশাসন জানায়, উপজেলা প্রশাসনের ১৪৪ ধারা জারির ব্যাপারে শনিবার রাত সাড়ে ১১টায় পৌরশহরে মাইকিং করা হয়। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এ ১৪৪ ধারা জারি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু তোলা বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা এবং ড্রেজার মেশিন ধ্বংস কররে আসছে প্রশাসন। এতে ক্ষিপ্ত হয়ে অবৈধ বালু ব্যবসায়ীরা রোববার শহরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।