সোহাগের পরিবারকে ঘর হস্তান্তর
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে নিহত সোহাগের দরিদ্র পিতা মাতার জন্য নির্মিত গৃহ হস্তান্তর করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শওকত হোসেন। ওল্ড রাজশাহী ক্যাডেটস এসোসিয়েশন (অরকা) এর আর্থিক সহায়তায় সম্পূর্ণ নতুন করে একটি আদা পাকা টিনশেড ঘর নির্মাণ করা হয়েছিল। গতকাল রোববার পীরগঞ্জের শানের হাট ইউনিয়নের প্রথমডাঙা গ্রামে নিহত সোহাগের বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি বিভাগের অধ্যাপক জার্জিস মামুনের সভাপতিত্বে এ উপলক্ষে এক সভায় বক্তব্য রাখেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শওকত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরিফুল ইসলাম। উল্লেখ্য বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সোহাগ ঢাকায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন।