বিদ্যালয়ের সামনে মাছের আড়ৎ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মাধবপুর (হবিগঞ্জ)

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার অন্তর্গত কাটিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর মাছের আড়ৎ গড়ে উঠায় শিক্ষার্থীদের স্বাভাবিক লেখাপড়া ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের সামনে থেকে মাছের আড়ৎটি অপসারনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর পক্ষ থেকে দীর্ঘদিন ধরে নানা দাবি করে আসলেও মাছের আড়ৎটি যথাস্থানেই রয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছের দূর্গন্ধে এলাকায় বসবাস ও স্কুলের ছেলে মেয়েদের লেখাপড়া করা খুবই কষ্ট সাদ্য হয়ে পড়েছে। মাছের আড়তের পচা গন্ধের কারণে স্কুলের ছোট ছোট শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া বিদ্যালয়ের সামনে মাছের আড়ৎ গড়ে উঠায় বাজারের লোকজন বিদ্যালয়ের অভ্যন্তরে প্রস্রাব-পায়খানা করে পরিবেশ দূষিত করছে। কাটিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিফাতআরা বেগম জানান, ২০/২৫ বছর ধরে বিদ্যালয়ের সামনে রাস্তার উপর মাছের আড়ৎ থাকায় ছেলে মেয়েরা প্রতিদিন দূগর্ন্ধের সম্মুখিন হচ্ছে। এতে শিক্ষক সহ ছাত্র-ছাত্রীরা অস্বস্থিকর পরিবেশের মধ্যে রয়েছে। এ আড়তটি বিদ্যালয়ের সামনে থেকে অপসারণ করার জন্য দীর্ঘদিন ধরে দাবি করে এলেও এ ব্যাপারে কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। যে কারণে অস্বাস্থ্যকর পরিবেশে ছাত্র-ছাত্রীরা বাধ্য হয়ে লেখাপড়া করছে। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল জানান, লেখাপড়ার সুবিধার্থে মাছের আড়তটি এখান থেকে সরিয়ে খাষ্টিনদীর ব্রিজের নিকট মাছের আড়তের জন্য জায়গা নির্বাচন করা হয়েছে। আড়ৎটি এখান থেকে স্থানান্তরের উদ্যোগ নেয়া হচ্ছে।