ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

স্বাচিপ নেতা গ্রেপ্তার

স্বাচিপ নেতা গ্রেপ্তার

বিষ্ফোরক ও নাশকতার মামলায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল রোববার নিজের ওই প্রতিষ্ঠান থেকে বের হওয়ার সময় র‌্যাব-৯ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশের নিকট সোপর্দ করে।

অভিযানের সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরাও উপস্থিতি ছিলেন। ডা. আবু সাঈদ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। ২৬ জুন সর্বশেষ ঘোষিত জেলা কমিটিতে তিনি এ পদ লাভ করেন। আবু সাঈদ খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য ও জেলা শাখার সভাপতি। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও বিএম’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি।

পুলিশ ও মামলা সূত্রে জানাযায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিষ্ফোরণ ও নাশকতার দায়ে গত ২৫ অক্টোবর সদর মডেল থানায় একটি মামলা করেন শহরের শেরপুর এলাকার বাসিন্দা আনিছুর রহমান।

মামলায় জেলার সাবেক দুইমন্ত্রীসহ ২৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২/৩শ, জনকে আসামি করা হয়। সেই মামলায় ২৩ নম্বর আসামি ডাক্তার আবু সাঈদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত