ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

১২০০ কেজি সরকারি চাল উদ্ধার

১২০০ কেজি সরকারি চাল উদ্ধার

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়ন পরিষদের তালাবদ্ধ কক্ষ থেকে চুরি হওয়া ১ হাজার ২৯০ কেজি সরকারি চাল উদ্ধার হয়েছে। ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলুর দাবি, সোমবার (২৮ অক্টোবর) সকালে পরিষদের পেছনে খোলা স্থানে ৪৩ বস্তা চাল পাওয়া যায়।

গত রোববার রাতে তিনি এ চাল উধাও হওয়ার তথ্য দিয়েছিলেন। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া শুরু হওয়ার পরই চেয়ারম্যান সেই চাল উদ্ধারের খবর দিলেন। তার ভাষ্য, কয়েকদিন আগে ৪৩৪ জন দুস্থ নারীর মধ্যে বিতরণের জন্য ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ৩০ কেজি করে ৪৩৪ বস্তা চাল পরিষদের একটি কক্ষে এনে তালাবদ্ধ করে রাখা হয়।

গত রোববার সেখানে ৪৩ বস্তা অর্থাৎ ১ হাজার ২৯০ কেজি চাল কম দেখা যায়। এদিকে সব সময় কক্ষের পেছনের দরজা ভেতরের দিকে লাগানো থাকে; কিন্তু রোববার দেখা যায় সেটি বাইরে থেকে লাগিয়ে রাখা। পরে পরিষদের পেছনের রাস্তায় কিছু চাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। এজন্য সংশ্লিষ্টরা ধারণা করেন, চালগুলো পেছনের দরজা দিয়ে চুরি করা হয়েছে।

চেয়ারম্যান বলেন, চোরেরা জানালা ভেঙে পরিষদের গুদাম থেকে চাল বের করে পরিষদের পেছনে রাখে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত