ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ছাত্র-জনতার অর্জিত স্বাধীনতা রক্ষা করবে যুবদল

ছাত্র-জনতার অর্জিত স্বাধীনতা রক্ষা করবে যুবদল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ছাত্র-জনতা যে স্বাধীনতা অর্জন করেছে তা কোনো ভাবেই বৃথা যেতে দেয়া যাবে না, অর্জিত স্বাধীনতা রক্ষা করবে য্বুদলের কর্মী-সমর্থকরা। লুটপাট-চুরির নয় শৃঙ্খলা-সততা আর দেশ প্রেমিক রাজনীতি করে বাংলাদেশকে সম্মানের দেশ হিসেবে পরিচিত করতে হবে। এ জন্য যুবদলের সদস্যদের প্রশিক্ষিত হওয়ার পাশাপাশি ন্যায়-নীতি আর নিষ্ঠা প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে হবে। তিনি গতকাল সোমবার জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, লুটপাট-চুরির নয় শৃঙ্খলা-সততা আর দেশ প্রেমের রাজনীতি করে বাংলাদেশকে সম্মানের দেশ হিসেবে পরিচিত করতে হবে। এ জন্য যুবদলের সদস্যদের প্রশিক্ষিত হবার পাশাপাশি ন্যায়-নীতি আর নিষ্ঠা প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে হবে। পলাশ উপজেলা যুবদলের আহব্বায়ক নিছার আহমদে খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাতি আব্দুস সাত্তার, জেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক শাহেন শাহ শানু, সদস্য সচিব হাসানুজ্জামান হাসান, পলাশ উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার হোসেন ভূঁইয়া, যুগ্ম আহব্বায়ক মাসুদ খান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত