ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবি

ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলমের বদলী আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ জনতা। সোমবার বেলা সাড়ে ১১ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম জনবান্ধন একজন অফিসার।

তিনি সব সময় সাধারণ মানুষের পাশে ছিলেন। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনেও তিনি ছাত্র জনতার পাশে ছিলেন। তরে দ্রুত সময়ে তার বদলির আদেশ হওয়ায় আমরা হতাশ। তাই ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

এ সময় ছিলেন- বিএনপি নেতা জুলফিকার আলী শ্যামল, এম কেরামত আলী ও সাবেক কাউন্সিলর আব্দুল ওয়াহেদ প্রামাণিকসহ সর্বস্তরের জনগণ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত