ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নওগাঁয় কৃষি প্রণোদনা পাচ্ছেন সাড়ে ৭৬ হাজার কৃষক

নওগাঁয় কৃষি প্রণোদনা পাচ্ছেন সাড়ে ৭৬ হাজার কৃষক

দেশের খাদ্যভাণ্ডার বলে পরিচিত উত্তরের জেলা নওগাঁ। ২০২৪-২০২৫ রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে জেলায় ৭৬ হাজার ৬০০ জন কৃষককে প্রণোদনা দিচ্ছে সরকার। জেলার ১১টি উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে এ সার ও বীজ সহায়তা পাবেন। সরকারের এই উদ্যোগে খুশি তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কর্মকর্তারা বলছেন, সুুফলভোগী কৃষকের তালিকা চূড়ান্ত করেছে কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি। কোথাও নির্বাচিত কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ চলছে। আবার কোথাও সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কৃষকের হাতে তুলে দিবেন তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি ডাল ও অড়হড় চাষিদের এ প্রণোদনা দেয়া হচ্ছে। নির্বাচিত একজন কৃষক যে কোনো একটি ফসল চাষের জন্য এই সহায়তা পাবেন। জেলার ১১টি উপজেলার ৭৬ হাজার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষির জন্য ৩৭৯ দশমিক ৯০ টন বীজ, ৭৭৭ মেট্রিক টন ডিএপি ও ৭৫৫ দশমিক ৫০ টন এমওপি সার বরাদ্দ করা হয়েছে। এতে সরকারের ব্যয় হবে ৬৪৬ দশমিক ৭৮২ লাখ টাকা। প্রণোদনার আওতায় একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় গম বীজ ২০ কেজি, ভুট্টার বীজ ২ কেজি, সরিষা অথবা সূর্যমুখীর বীজ ১ কেজি, চিনাবাদামের বীজ ১০ কেজি, শীতকালীন পেঁয়াজের বীজ ১ কেজি, মুগ অথবা মসুরের বীজ ৫ কেজি, খেসারির বীজ ৮ কেজি, অড়হড় বীজ ২ কেজি এবং নির্ধারিত পরিমান ডিএপি ও এমওপি সার প্রদান করা হবে।

কৃষকরা বলছেন- কৃষি অফিস থেকে যেসব প্রনোদনা হিসেবে সার ও বীজ দেয়া হচ্ছে একজন কৃষকের কমপক্ষে ৬০০-৮০০ টাকা খরচ সাশ্রয় হবে। বাড়তি খরচ থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি ভাল ফসল উৎপাদনের আশা। নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, জেলায় প্রণোদনা বিতরণ চলছে। দ্রুত সময়ের মধ্যে বিতরণ কার্যক্রম শতভাগ সম্পন্ন হবে। এতে রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন ব্যাপক বৃদ্ধি পাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত