ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পিরোজপুর বশেমুরবিপ্রবির নতুন ভিসি শহিদুল ইসলাম

পিরোজপুর বশেমুরবিপ্রবির নতুন ভিসি শহিদুল ইসলাম

পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো: শহিদুল ইসলাম। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের অনুমোদনে আগামী ৪ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়। গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের ৩১তম বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর আইন ২০২২-এর ১০ (১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. শহিদুল ইসলামকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেয়া হলো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, মনোবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ভাইস চ্যান্সেলর পদ হতে অব্যাহতি প্রদান পূর্বক মূলপদে যোগদানের অনুমতি প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। উপাচার্য হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত