ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

হত্যার হুমকি দিয়ে চিঠি

হত্যার হুমকি দিয়ে চিঠি

মেহেরপুর গাংনী উপজেলার চৌগাছা বিশ্বাস পাড়া এলাকায় দুইটি বোমা সাদৃশ্য বস্তু, কাফনের কাপড় ও হত্যার হুমকি সম্বলিত একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের চৌগাছা গ্রামের ব্যবসায়ী জয়নাল হকের বাড়ির প্রধান ফটক থেকে এগুলো উদ্ধার করা হয়। জয়নাল হক চৌগাছা ৪নং ওয়ার্ডের একজন বাসিন্দা।

তিনি দীর্ঘদিন গাংনী চৌগাছা পাড়ায় বসবাস করে আসছেন। জয়নাল হক জানান, প্রতিদিনের ন্যায় সকালে দরজা খুলতেই দরজার সামনে নীল রঙয়ের একটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বাড়ির সামনে থেকে ব্যাগের মধ্যে দুটি বোমা সাদৃশ্য বস্তু, কাফনের কাপড় ও চিঠি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। চাঁদার দাবিতে লেখা চিঠিতে টাকা না পেলে তাকে বোমা মেরে হত্যা করে ওই কাফনের কাপড় দিয়ে দাফন করা হবে বলে হুমকি দেয়।

তিনি আরো জানান কিছুদিন আগেও একই স্থানে বোমা সাদৃশ্য বস্তু কাফনের কাপড় ও চিঠি রেখে গিয়েছিলো দুর্বৃত্তরা।

গাংনী থানার ওসি বনি ইসরাইল জানান, ঘটনাস্থল থেকে বোমা সাদৃশ্য বস্তু কাফনের কাপড় ও চিঠি উদ্ধার করা হয়েছে। সিসি ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে। আশা করছি দ্রুতই দুর্বৃত্তদের ধরে আইনে সোপর্দ করতে পারবো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত