সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকারের অভিযোগ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কয়রা (খুলনা) প্রতিনিধি

পশ্চিম সুন্দরবনের দক্ষিণ অভয়ারণ্যের ভোমরখালি ও নীলকমল বনাঞ্চলের নদী খালে অবাধে মাছ শিকারের অভিযোগ পাওয়া গেছে। নিষেধাজ্ঞা না মেনে টহল ফাঁড়ির বনরক্ষীরা জেলেদের সাথে আর্থিক চুক্তিতে মাছ ও কাঁকড়া শিকারের সুযোগ করে দিচ্ছেন। অসাধু জেলেরা বিষ প্রয়োগ করে নিষিদ্ধ ঘন ফাঁসের ভেষালি, চরপাতা ও খালপাটা জালে মাছ শিকার করে ফায়দা লুটে নিচ্ছে। জানা গেছে, ভোমরখালি অভয়ারণ্যের কুকুমারি, ছোট কুকুমারি, বাদামতলা, চরেরদুনি, নলবুনি, নাকজোড়া খাল ও ভারানীতে অর্ধশত জেলে সারাবছর মাছ ও কাঁকড়া শিকারে ব্যস্ত সময় পার করছে। নীলকমল অভয়ারণ্যের বুন্দ, ছিচখালি, কেওড়াসুতি, কলাতলা, খাজরি, আমড়াতলা, চান্দাবুনিসহ অন্যান্য নদী খালে মাছ শিকার করছে শতাধিক জেলে।