বগুড়ার আদমদীঘিতে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আদমদীঘি উপজেলা সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার, আবাসিক মেডিকেল অফিসার শেখ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মণ্ডল, জামায়াতের ভারপ্রাপ্ত আমির ডা. ইউনুছ আলী, আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সাংবাদিক খায়রুল ইসলাম, নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ। সভায় উপজেলায় মাদক, চুরি, ছিনতাই প্রবনতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এসব কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় নেয়াসহ কতিপয় গুরুত্বপুর্ন সিদ্ধান্ত নেয়া হয়।