ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কালীগঞ্জে কৃষকরা পেলেন কৃষি প্রণোদনা

কালীগঞ্জে কৃষকরা পেলেন কৃষি প্রণোদনা

ঝিনাইদহের কালীগঞ্জের ১১টি ইউনিয়নের ২ হাজার ৯৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সারায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্রা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেয়াজ, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে এসব প্রণোদণা দেয়া হয়। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনির সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সারায়নিক সার বিতরণের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া, উপ-সহকারি কৃষি কর্মকর্তা এমদাদুল হক প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত