বীরগঞ্জে ৭৩ শিক্ষকের আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদসহ ৭৩ শিক্ষকের বিদায় সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে শালবন কমিউনিটি মিলনায়তনে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা গণের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিপংকর বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউআরসি’র কর্মকর্তা ইনেস্ট্রাক্টর মোস্তাকিমা খানম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. খায়রুন নাহার, গীতা রানী সরকার, পরিতোষ চন্দ্র সরকার, মো. মনিরুজ্জামান, মো. মাজেদুর রহমান, দিলীপ কুমার রায়, মো. এনামুল ইসলাম, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক আসাদুজ্জামান বাবু, সহকারী শিক্ষক মো. আবুল কাশেম, কাল্ব সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মডেল স্কুল মো. শরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ কে বিদায়ী সম্মাননা ক্রেস্ট প্রদানসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭২ জন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপজেলার সব স্কুলের প্রধান শিক্ষক এবং অধিকাংশ স্কুলের সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।