সড়ক দুর্ঘটনায় কলেজের সহকারী অধ্যাপক নিহত
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা কলেজের ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রবিউল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত বুধবার দুপুর ২টার দিকে সহকারী অধ্যাপক রবিউল ইসলাম কলেজ থেকে ফেরার পথে আলীপুর পুষ্পকাটি এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি নিজস্ব মোটর সাইকেলযোগে সাতক্ষীরা সদর উপজেলাস্থ তার নিজের বাড়িতে ফেরার পথে আলীপুর পৌঁছালে মাহেন্দ্রর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান। রবিউল ইসলাম অত্যন্ত বিনয়ী, দীনি, সামাজিক ও ধর্মপ্রাণ মানুষ ছিলেন। দেবহাটা কলেজের প্রতিষ্টাকালীন সময় থেকেই তিনি এই কলেজের ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি স্ত্রী, সন্তান সন্তানদীসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে দেবহাটা কলেজের সকল শিক্ষক শিক্ষিকামন্ডলীসহ সখিপুর কেবিএ সরকারী কলেজ, সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের শিক্ষক শিক্ষিকামন্ডলী গভীর শোক প্রকাশের সাথে সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।