ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পুলিশ হত্যাসহ দুই থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার অভিযান অব্যাহত

পুলিশ হত্যাসহ দুই থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার অভিযান অব্যাহত

সিরাজগঞ্জে পুলিশ সদস্য হত্যা ও দুটি থানা থেকে লুট হওয়া অস্ত্র মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতারসহ ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ মামলায় আসামিদের গ্রেফতারসহ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৪ আগস্ট এনায়েতপুর থানায় ওসিসহ ১৫ পুলিশ সদস্য নিহত হন এবং হাটিকুমরুল হাইওয়ে থানার ৭ পুলিশ সদস্য আহত হন। হামলায় এ ২ থানার ভবন ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে পুলিশ সদস্যদের মধ্যে আতংকের সৃষ্টি হয় এবং ওই ২ থানার ভবন ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। পরবর্তীতে ভাড়া বাসায় ওই ২ থানার কার্যক্রম চলছে। এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী আলোকিত বাংলাদেশকে জানান, ওইদিন আন্দোলন চলাকালে হামলায় এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাকসহ ১৫ পুলিশ সদস্য নিহত হন। এ হামলায় ওই থানা থেকে ১৯টি আগ্নেয়াস্ত্র ও প্রায় ১ হাজার রাউন্ড গুলিসহ অন্যান্য সরঞ্জাম লুট হয়। এ ব্যাপারে ৪ জনের নাম উল্লেখ করে ৫/৬ হাজার অজ্ঞাত আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।

এ মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ২ পুকুরের পানি সেচ ও বিভিন্ন মাধ্যমে ১০টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং এখনো ৫টি পিস্তল, ৪টি শটগান ও গুলি উদ্ধার হয়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে ১০টি আগ্নেয়াস্ত্র ও ২৫০ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম লুটের ঘটনায় থানায় মামলা হয়েছে। এখনো অস্ত্র ও গুলি উদ্ধার হয়নি এবং ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। নবাগত ওসি হিসেবে এর বেশি কিছু বলতে পারছি না। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী ওই ২ থানার লুট হওয়া অস্ত্র উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত