ঢাকা ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

দুস্থ নারীদের মাঝে ভিজিডির চাল বিতরণ

দুস্থ নারীদের মাঝে ভিজিডির চাল বিতরণ

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নে ১৭৯ জন দুস্থ নারীর মধ্যে জনপ্রতি ৩০ কেজি করে ২ মাসের ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে বাগাট ইউনিয়ন কার্যালয়ে এসব চাল বিতরণ করা হয়। চাউল বিতরনকালে এ সময় উপস্থিত ছিলেন বাগাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিয়ার রহমান খাঁন, ট্যাক অফিসার, এনজিও কর্মী, ইউনিয়ন গ্রাম পুলিশর দফাদার ইয়াকুব আলীসহ গ্রামপুলিশ প্রমুখ। চেয়ারম্যান মতিয়ার রহমান খাঁন বলেন, আমার ইউনিয়নের পক্ষ থেকে দুস্থ নারীদের মধ্যে ভিজিডির অধিনে সেপ্টেস্বর ও অক্টোবর ২মাস মিলে (৬০ কেজি) চাল বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে দু’বছর মেয়াদি এ প্রকল্প বছরের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত