ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

অভিনব পদ্ধতিতে বক শিকার

অভিনব পদ্ধতিতে বক শিকার

রংপুরের পীরগঞ্জে পাখি শিকারীরা নুতন পদ্ধতিতে পাখি শিকার পদ্ধতির উদ্ভাবন করেছে। আর এক্ষেত্রে ব্যবহ্রত হচ্ছে কলা, বেতপাতা ও বাঁশের বাতি। প্রতিনিয়িত নিধন হচ্ছে বক প্রজাতির পাখি। এ প্রক্রিয়ায় পাখি নিধনে উদ্বিগ্ন হয়ে পড়েছে বিভিন্ন মহল। তারা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। উপজেলার টুকুরিয়া বাজার সংলগ্ন এক পাখি শিকারি আমিনুল ইসলাম। তার সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে ঘুম থেকে জেগে ছুটে যান নদী কিংবা বিল এলাকায়। যেখানে বেত ও কলা পাতা এবং বাঁশের বাতি দিয়ে তৈরি করে রাখা হয়েছে বিশেষ ঘর। যেটির অব্যন্তরে লুকিয়ে থাকেন শিকারি। শিকারিদের হাতে থাকছে শিকারি বক। বকের পায়ে সুতা বেঁধে ঘরটির উপরি ভাগে রেখে দেন। পরে ঘরটির অভ্যন্তরে থাকা শিকারি বকের পায়ের সুতা ধরে টান দিলে বকটি লাফালাফি করে। আর আশপাশে অবস্থানরত বক ঘরটির উপরি অংশে রাখা বকটির সংস্পর্শে এলে শিকারি ঘরের অভ্যন্তর থেকে হাত দিয়ে নুতন আগত বক ধরে ফেলছে। আর এ ভাবেই চলছে বক নিধন। পীরগঞ্জের বিভিন্ন এলাকায় এ পদ্ধতিকে বক নিধন চলছে। এ পদ্ধতিতে বক নিধনের ব্যাপারে কাবিলপুর সায়েব আলী বলেন, এখন খাল বিলের পানি কমে আসছে। খাল বিল এলাকায় প্রতিনিয়ত বক আসছে। অথচ কিছু অসাধু শিকারি বক নিধনের প্রক্রিয়ায় মেতে উঠেছে। জাহাঙ্গীরাবাদের সামাদ আলী বলেন, শিকারিরা এ কৌশলে বক নিধনের ফলে পাখির প্রজাতির সংখ্যা হ্রাস পাচ্ছে। এ ব্যাপারে সরকারের দৃষ্টি দেয়া দরকার। কাবিলপুরের জয়নাল বলেন, শীত মৌসুমের শুরতেই বাহির থেকে আমাদের দেশে অনেক অতিথি পাখির আগমন ঘটে। অথচ অসাধু লোকজন বিভিন্ন কৌশলে বকসহ বিভিন্ন প্রজাতির পাখি নিধন করছে। ফলে আগের মতো আর পাখি চোখে পড়ে না। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার।

নাম প্রকাশে অনিচ্ছুক ২ জন পাখি শিকারির মতে তাদেরকে কেউ পাখি শিকার করতে নিষেধ করেননি। মন চাইলে আমরা মাঝে মধ্যে কিছু বক পাখি শিকার করি।

অনেকে প্রতিনিয়ত এ গুলো শিকার করে। অবাধে পাখি শিকারের বিষয়ে পীরগঞ্জ উপজেলা বন কর্মকর্তা মিঠু তালুকদারের সাথে কথা হলে তিনি গণমাধ্যমকে বলেন, পাখি শিকারের বিষয়ে আমাদেরকে কেউ অবগত করেননি। তবে এ বিষয়ে অভিযোগ পেলে অসাধু পাখি শিকারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত