ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

এক দফা দাবিতে কর্মবিরতি পালন

এক দফা দাবিতে কর্মবিরতি পালন

বৈষম্যবিরোধী নকল নবিশ দাবি লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক রাজবাড়ীতে সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশের ১ দফা দাবিতে চাকরি জাতীয়করণের দাবি আদায়ের লক্ষ্যে রাজবাড়ীতে কর্মবিরতি পালন করেছে। গতকাল বুধবার ১১টায় রাজবাড়ী সাব রেজিস্ট্রি অফিসের নিচ তলায় নকল নবীশ কর্মকর্তারা কর্মকৃতি পালন করেছে। এ সময় সংক্ষিপ্ত আকার বক্তব্য রাখেন রাজবাড়ীর সাব-রেজিস্ট্রির নকল নবীশ জেলা শাখার সভাপতি আনন্দ কমুার হালদার, সাধারণ সম্পাদক খন্দকার হাসান মাহমুদ, ফাতেমা খাতুনসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় নকল নবীশের কর্মকর্তা কর্মকর্তাদের একটাই দাবি অতীতের সরকার তখনই আমাদেরকে জাতীয়করণ করে নাই। তারা মানুষের সেবা দেন কিন্তু কোন সরকারি সে তাদেরকে সরকারের আওতায় আনা হয়নি এরই মধ্যে সারা বাংলাদেশে কর্ম বিরতি পালন করছেন আমরা কিছুদিন আগেও ঢাকা চলো, ঢাকা চলো কর্মসূচিতে কেন্দ্রীয় প্রেসক্লাবে সামনে মানববন্ধনে অংশগ্রহণ করেছি। তারা আরো বলেন আমাদের দাবি না মেনে নিলে আমরা কর্মবিরতি এভাবে পালন করে যাব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত