ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

প্রবাসীর বাড়িতে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

প্রবাসীর বাড়িতে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

পাবনার সাঁথিয়ায় এক জার্মানি প্রবাসীর বাড়িতে হামলা মারপিট ও চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার পর ভয়ে পরিবার নিয়ে পালিয়ে দেশ ছেড়ে গেছেন প্রবাসী হাবিবুর রহমান হাবিব। উপজেলার কাশিনাথপুর মরিচ পুরান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের অসহযোগীতারও অভিযোগ করেন তিনি। অভিযোগে জানা গেছে, উপজেলার কাশিনাথপুর মরিচ পুরান এলাকার বাসিন্দা জার্মান প্রবাসী হাবিব গত ১৪ অক্টোবর জার্মান থেকে কাশিনাথপুর মরিচ পুরান তার নিজস্ব ৫তলা বাড়িতে আসেন। খবর পেয়ে গত ১৬ অক্টোবরে একই এলাকার মোহাম্মদ আলী সন্তেষ এর ছেলে ইমরান প্রবাসী হাবিবের বাবার নম্বরে ফোন দিয়ে মোটা অংকের টাকা দাবি করে। টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ বিষয় নিয়ে সাঁথিয়া থানায় অভিযোগ দেন হাবিব। থানায় অভিযোগের বিষয়টি ইমরান জানতে পেরে ক্ষিপ্ত হয়ে তার ছোট ভাই ইমনকে হাবিবের নিকট পাঠায়। ইমন তার দলবলকে দিয়ে গত ২৪ অক্টোবর বাড়িতে জোর করে প্রবেশ করে হাবিবের নিকট ১ লাখ টাকা চাঁদা দাবি করে।

এ সময় হাবিবের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়লে উভয় পক্ষের মারপিট হয়। এক সময় ইমন হাবিব ও তার পরিবারের পাসপোর্ট কেড়ে নিয়ে বাইরে পানির মধ্যে ফেলে দেয়। ভিজে যাওয়া পাসপোর্ট উদ্ধার করে দিলে ওই পাসপোর্ট নিয়ে তারা পরের দিন অনেক কষ্টে জার্মানিতে চলে যায়। সেখানে গিয়ে এক ভিডিও বার্তায় তিনি লোমহোর্ষক এ ধরনের ঘটনার বর্ণনা দেন পুলিশ প্রশাসনের নিকট। তিনি ন্যায় বিচার দাবি করে বলেন নিরাপত্তা চাই। সন্ত্রাসীদের বিচার চাই। কাশিনাথপুর ফাঁড়ির ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, আমি ওইদিন সাঁথিয়া থানাতে ছিলাম। ঘটনা জানতে হাবিবের নম্বর না থাকায় তার ভাই হালিমের নম্বরে ফোন দেই এবং জানতে চাই বিষয়টা। তিনি বলেন, এটা আত্মীয় স্বজনদের মধ্যে দ্বন্দ আমরা ঠিক করে নিব। এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, এ সংক্রান্ত একটা অভিযোগ পেয়ে তদন্ত অব্যাহত রেখেছি। বিষয়টি কাশিনাথপুর পুলিশ ফাঁড়িকে তদন্ত করতে বলেছি। তদন্তে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত