খাদ্যবান্ধবের চাল না পেয়ে খালি হাতে ফেরত দরিদ্র কার্ডধারীরা
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি
খাদ্যবান্ধব কর্মসূচির চাল না পেয়ে ১৮৬ জন দরিদ্র খালি হাতে বাড়ি ফিরলো। খাদ্য বিভাগ বলছে সার্ভার সমস্যার কারণে এই অবস্থা। চলতি অক্টোবর মাসে খানসামা উপজেলার ৬টি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারী ১৮৬টি দরিদ্র পরিবার চাল পায়নি। মাস্টাররোলে তাদের নাম তালিকাভুক্ত না হওয়ার কারণে অক্টোবর মাসের চাল তাদের দেয়া হয়নি। বছরের ৫ মাস কার্ডধারী দরিদ্ররা ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল পান। খানসামা উপজেলায় গত সেপ্টেম্বর মাসে ৬টি ইউনিয়নের ৮৮৭৭জন দরিদ্র পরিবার খাদ্যবান্ধব কর্মসূচির বরাদ্দকৃত চাল পেলেও অক্টোবর মাসে চাল পান ৮৬৯১টি পরিবার। ১৮৬টি কার্ডধারী ৬টি ইউনিয়ন পরিষদে এসে দেখেন যে, মাস্টাররোলে তাদের নাম নেই, সেজন্য খালি হাতে ফেরত যেতে হয়েছে তাদেরকে। খোঁজ নিয়ে জানা যায় যে, ভেরভেরি ইউনিয়নে ৩ জন, অলোকঝারি ইউনিয়নে ১২ জন, আঙ্গারপাড়া ইউনিয়নের ৩৬ জন, খামারপাড়া ইউনিয়নের ৪১ জন, ভাবকি ইউনিয়নের ৫৩ জন এবং গোয়ালদিহি ইউনিয়নের ৪১ জন কার্ডধারী দরিদ্র পরিবার চাল পায়নি। বর্তমান অবস্থায় এমনিতেই নিত্য প্রোয়েজনীয় জিনিসপত্রের দাম নাগালের বাইরে তারপর কম দামের চাল না পাওয়ায় কষ্টের সীমা নেই, সে জন্য চাল না পাওয়া দরিদ্রগণ ক্ষোভ প্রকাশ করেন। এবাপারে উপজেলা খাদ্য অফিসের দায়িত্বশীল সূত্র জানান যে, সার্ভারের কারণে অনলাইন সমস্যার জন্য মাস্টাররোল থেকে ১৮৬ জনের নাম বাদ পড়েছে অক্টোবর মাসের বরাদ্দ হতে যাদের নাম চলতি মাসের তালিকায় নেই তাদের কার্ডের ফটোকপি জমা নেয়া হয়েছে। এ ব্যাপারে খাদ্য মন্ত্রণালয় ও অধিদফতরে জানানো হয়েছে বলে উপজেলা খাদ্য কর্মকর্তা মাসুদ রানা বলেন, আগামীতে যেন এমন সমস্যা না হয় সে জন্য সতর্কতা অবলম্বন করা হচ্ছে।