ঢাকা ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

দৌলতপুরে তেলের গুদামে আগুন

দৌলতপুরে তেলের গুদামে আগুন

কুষ্টিয়ার দৌলতপুরে একটি তেলের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। গত বুধবার রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর বড়বাজার এলাকায় ‘জিম অ্যান্ড মিম’ এন্টারপ্রাইজ নামে জ্বালানি তেল বিক্রয়ের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, জিম অ্যান্ড মিম এন্টারপ্রাইজ নামে ওই ব্যবসা প্রতিষ্ঠানে ডিজেল, পেট্রল, মোবিল ও কেরোসিন জ্বালনি তেল বিক্রয় করা হতো। গত বুধবার রাত ১১টা ৫০মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যান ভেড়ামারা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। পরে মিরপুর ও মেহেরপুরের গাংনী থেকে আরো ৩টি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের মোট ৫ইউনিটের প্রচেষ্টায় রাত ২টা ২০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে পুড়ে ভষ্মিভূত হয় ওই গুদামের ড্রামভর্তি বিভিন্ন ধরণের তেল ও অন্যান্য ব্যবসায়িক পণ্য।

ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানটির মালিক হাসিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আমাদের অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা সম্ভব। এ ঘটনায় কোনো হতাহতের খবর ঘটনা ঘটেনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত